করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট বার্তায় তাঁর অভিযোগ নির্মাণ শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হচ্ছে।
টুইটের সঙ্গে কিছু নথিও তুলে ধরেছেন তিনি। এর প্রতিক্রিয়ায় পাল্টা টুইট করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কটাক্ষ, শত মৃত্যু নিয়ে রাজনীতি করছেন বিরোধী দলনেতা। ট্যুইটে বিরোধী দলনেতা লিখেছেন বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের টাকায় সাহায্য়। রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক তাঁদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হবেন। দুর্গতদের আর্থিক সাহায্যের জন্য অন্য ফান্ডের টাকা ছিনতাই। বগটুইয়ের ঘটনাতেও একই কাণ্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। বগটুইয়ে আর্থিক সাহায্যের জন্য মিড-ডে মিলের ফান্ড থেকে টাকা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।কুণাল তাঁর টুইটে লিখেছেন সব উপায়ে আপনি আপনার প্রভুদের পাশে দাঁড়ান। যাঁরা শোক করছেন তাঁদের পাশে নয়। এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার হল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা। রাজ্য সরকার ইতিমধ্যেই স্পষ্ট করেছেন অর্থ বিভাগ নির্দিষ্ট সময় নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ডের তহবিল ফেরত দেবে।