মৃত্যু শুন্য কলকাতায়, করোনার পসিটিভিটি রেট উদ্বেগ বাড়াচ্ছে। সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৫১ জন।
গতকাল যে সংখ্যাটা ছিল ৫০০-র নিচে। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২৪৮ জন। চিন্তায় রাখছে উত্তর ২৪ পরগনার কোভিড গ্রাফও। একদিনে সে জেলায় সংক্রমিত ১৫৯ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৩১ জন।এদিন বর্ধমানের জনসভা থেকে করোনা নিয়ে নতুন করে রাজ্যবাসীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলায় আবার আগের তুলনায় খানিকটা সংক্রমণ বেড়েছে। কিন্তু ভয়ের কোনও কারণ নেই। বরং সতর্ক থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগের মতোই মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। তাহলেই করোনা সংক্রমণে লাগাম টানা যাবে।