Sunday, September 24, 2023
Top Newsমৃত রোগীকে রেফার, বিক্ষোভ মালদার হাসপাতালে  

মৃত রোগীকে রেফার, বিক্ষোভ মালদার হাসপাতালে  

মৃত রোগীকে স্যালাইন লাগিয়ে অন্য হাসপাতালে রেফার করার ঘটনায় মালদার হবিবপুরের মোদিপুকুর হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবারের। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

এরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃত মহিলা বছর ৩৫-র অনিমা বর্মন। তার বাড়ি বামনগোলা থানার মদিপুকুর এলাকায়। জানা গিয়েছে সোমবার গায়ে জ্বর থাকাকালীন অবস্থায় অনিমা বর্মনকে হবিবপুরের মোদিপুকুর হাসপাতালে ভর্তি করেন তাঁর বাড়ির লোকজন। এরপর হাসপাতালে জেসি মণ্ডল নামে এক চিকিৎসক তাকে একটা ইনজেকশন দেন। তার কিছুক্ষন পরেই রোগী মারা যায় বলে অভিযোগ পরিবারের। এরপরই সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখানে রোগীকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

More News

এবার কেন্দ্রীয় মন্ত্রী সুভাষের বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

0
তালাবন্দি করে রাখার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে টায়ার...

অক্টোবরে দিল্লিতে তৃণমূলের আন্দোলন রাজ্যেও 

0
পশ্চিমবঙ্গের প্রাপ্য আদায়ে অক্টোবরের গোড়াতেই দিল্লির দরবারে প্রতিবাদ কর্মসূচি শুরু করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।...

উত্তরপ্রদেশে বন্ধ সঞ্জয় গান্ধী হাসপাতাল, সরব কংগ্রেস 

0
চিকিৎসায় গাফিলতির অভিযোগে অমেঠীর সঞ্জয় গান্ধী হাসপাতাল বন্ধ করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ১৪ সেপ্টেম্বর দিব্যা...