মৃত রোগীকে স্যালাইন লাগিয়ে অন্য হাসপাতালে রেফার করার ঘটনায় মালদার হবিবপুরের মোদিপুকুর হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবারের। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
এরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃত মহিলা বছর ৩৫-র অনিমা বর্মন। তার বাড়ি বামনগোলা থানার মদিপুকুর এলাকায়। জানা গিয়েছে সোমবার গায়ে জ্বর থাকাকালীন অবস্থায় অনিমা বর্মনকে হবিবপুরের মোদিপুকুর হাসপাতালে ভর্তি করেন তাঁর বাড়ির লোকজন। এরপর হাসপাতালে জেসি মণ্ডল নামে এক চিকিৎসক তাকে একটা ইনজেকশন দেন। তার কিছুক্ষন পরেই রোগী মারা যায় বলে অভিযোগ পরিবারের। এরপরই সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখানে রোগীকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।