মেয়েকে কটূক্তির প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার শ্যামপুরে। জানা গিয়েছে রবিবার সন্ধ্যেয় সাইকেলে চড়ে কোচিং থেকে বাড়ি ফিরছিলেন ক্লাস টেনের ওই ছাত্রী।
অভিযোগ তখনই পাড়ার ৩ যুবক ছাত্রীটির পথ আটকে শ্লীলতাহানির চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ছাত্রীর বাবা গণেশ মণ্ডল। অভিযোগ তখন ওই তিন যুবক বেধড়ক মারধর করেন ছাত্রীর বাবাকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে শ্যামপুর গ্রামীণ হাসপাতাল, পরে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় গণেশের। এরপরেই অভিযুক্ত টিন্টন, টিটন এবং শান্তনুর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। বছর দুয়েক আগে একই ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের হাথরসে।