Monday, September 25, 2023
খেলামেসির গোল, ড্র করে চ্যাম্পিয়ন পিএসজি

মেসির গোল, ড্র করে চ্যাম্পিয়ন পিএসজি

লিগ ওয়ানে শ্রেষ্ঠত্ব ধরে রাখল পিএসজি, এই আসরের ট্রফি নিশ্চিত করেছে দলটি। টানা দ্বিতীয় ও সব মিলিয়ে একাদশতম লিগ ওয়ান ট্রফি ঘরে তুললো ফরাসি চ্যাম্পিয়নরা। অবশ্য ট্রফি নির্ধারণী ম্যাচে জয় পায়নি পিএসজি, স্ত্রাসবুরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। ফরাসি লিগ আঁ-তে স্ট্রাসবুর্গের দর্শকে ঠাসা মাঠে অতিথি হয়ে নেমেছিল ক্রিস্তফ গ্যালতিয়ের দল।

প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও, মেসিরা গোল করার মতো খুব বেশি সুযোগ তৈরি করতে পারছিলেন না। বরং গোলের সুযোগ স্ট্রাসবুর্গই বেশি পেয়েছে। ৫৯ মিনিটে মেসির গোলে ফরাসি চ্যাম্পিয়নরা এগিয়ে গেলেও, ৭৯ মিনিটে সেই গোল শোধ করে দেয় স্বাগতিকরা।ম্যাচের দশম মিনিটে প্রথম সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে এগিয়ে এসে বিপদ থেকে দলকে রক্ষা করেন স্ট্রাসবুর্গ গোলরক্ষক ম্যাটস সেলস। ৩০ মিনিটে পিএসজি গোলরক্ষক বাধ সাধেন। মেসির কর্নারে অরক্ষিত রেনাতো সানচেজের শট দারুণ রিফ্লেক্সে ফিরিয়ে দেন গোলরক্ষক ম্যাট সিলস। তবে আট মিনিট পর এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। দিয়ালোর বুলেট গতির শট পোস্ট কাঁপিয়ে  ফিরে আসে! এরপর গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া প্যারিসিয়ানরা স্ট্রাসবুর্গ দুর্গ ভাঙার জোর চেষ্টা চালান। কিন্তু তেমন সুযোগ তৈরি করতে পারছিল না পিএসজি। অবশেষে মেসি সেই ডেডলক ভাঙেন। ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের পাস ধরে শেষ কাজ সারেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি আসরে এটি তার ষোড়শ গোল। এর মাধ্যমে তিনি ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ফেললেন। এতদিন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৪৯৫ গোলের সঙ্গে ভাগাভাগি করলেও, পর্তুগিজ সুপারস্টারকে ছাড়িয়ে যান মেসি।একের পর এক আক্রমণ করে যাওয়া স্ট্রাসবুর্গ সমতা ফিরে ৭৯ মিনিটে। মর্গ‍ান সানসনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন জিয়ানলুইজি দোন্নারুমা। আলগা বলে বাকিটা সারেন পিএসজিরই প্রাক্তন খেলোয়াড় কেভিন গামেইরো।শিরোপা জিততে শেষ দুই ম্যাচে পিএসজির প্রয়োজন ছিল কেবল ১ পয়েন্ট।

More News

পিএসজির ফের হোঁচট

0
পিএসজির জার্সিতে লিগ ওয়ানের উদ্বোধনী ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে।  তাতে প্রথম ম্যাচে হোঁচটও খেয়েছে...

এমবাপ্পে : আরও কঠোর পিএসজি

0
দলবদল ইস্যুতে পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক দিনে দিনে খারাপের দিকেই যাচ্ছে। প্যারিসের ক্লাবটির সঙ্গে...

চেলসিতেও যেতে পারেন এমবাপ্পে

0
প্যারিস সেন্ট জার্মেই ,পিএসজি ছেড়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মূল লক্ষ্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে...