কেরালার চেঙ্গান্নুরের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যেবাদী বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
তাঁর অভিযোগ,প্রথম নির্বাচনে তিনি কালো টাকা দেশে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। সেই টাকা জনসাধারণের মধ্যে বিতরণ করে দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু সেই টাকা ফেরত্ দেওয়া হয়নি। নির্বাচনী জনসভা থেকে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, প্রতি বছরে ২ কোটি কর্মসংস্থানের কথা বলেছিলেন মোদী। ১০ বছরে ২০ কোটি চাকরি তৈরি করেছেন? তিনি আরও বলেছেন, ক্ষমতায় এসে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন সবকা সাথ, সবকা বিকাশ। কিন্তু ক্ষমতায় আসার আগে সবার সঙ্গ নিলেও সবার বিকাশ করেননি। পরিবর্তে সবার ক্ষতি করেছিলেন। গত বছরে মোদী ১৪টি দেশ ভ্রমণ করেছেন। শতাধিক নির্বাচনী সভায় যোগ দিয়েছেন, কিন্তু তিনি একবারের জন্যও মণিপুর যাননি।