প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে গেলেও, পিছিয়ে রয়েছে শুধু বাংলা। বনগাঁর জনসভা থেকে এভাবেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সুরক্ষিত করেছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাটমানি, দুর্নীতির কাজ করেছেন। শাহ-র কথায়, পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতি চলছে। ভাইপোর দাপট চলছে। এই দুর্নীতি, ভাইপোর দাপট আটকাতে বিজেপিকে জেতাতে হবে।তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গে এখন কয়লা পাচার, গরু পাচার, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে চারিদিকে শুরু দুর্নীতি আর দুর্নীতি। আর এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাঁদের খুব শীঘ্রই জেলে যেতে হবে বলেও মন্তব্য করেছেন অমিত শাহ।