মোষদের ধান ক্ষেতে ফসল খেয়ে নেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মুরারই থানার কামদেব নালা গ্রামে।
মৃত ব্যক্তির নাম বীরেন মন্ডল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কামদেব নালা গ্রাম থেকে ৮ কিলোমিটার দূরে বরুঙ্গা গ্রাম থেকে প্রতিবছর ঘোষরা তাদের মোষ নিয়ে এসে ধানের জমিতে ছেড়ে দেয়। শুধু মোষদের ফসল খাওয়ানোই নয় ধান কেটেও নিয়ে চলে যায় তারা। এ বছরও একই ঘটনা ঘটছিল। ঘটনার প্রতিবাদ জানতে যায় বীরেন মন্ডল সহ বেশ কিছু গ্রামবাসী। বচসা শুরু হলে ঘোষেরা বীরেন মন্ডল সহ বাকিদের মারতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বীরেন মণ্ডলের। আহত হয়েছে আরও ৫ জন।