গল্ফগ্রিনে পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। গল্ফগ্রিন থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত দীপঙ্কর সাহার পরিবার।
মৃতের মায়ের অভিযোগ রবিবার দুপুর ২টো নাগাদ জিজ্ঞাসাবাদের নামে দীপঙ্করকে তুলে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। কী কারণে নিয়ে যাওয়া হয়েছে তা স্পষ্ট করেনি পুলিশ। এরপর রাত ৯টা নাগাদ গুরুতর জখম অবস্থায় দীপঙ্করকে রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এরপর অসুস্থ হয়ে পড়ায় এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা দীপঙ্কর সাহাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই দীপঙ্করকে পুলিশ হেফাজতে থাকাকালীন পিটিয়ে মেরেছে বলে অভিযোগ তুলেছে পরিবারের লোকেরা। আঙুল তোলা হয়েছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধেও। অন্যদিকে পুলিশের একাংশের বক্তব্য দীপঙ্কর মাদকাসক্ত ছিলেন। তবে ঘটনার গুরুত্ব বিচারে দক্ষিণে ডেপুটি কমিশনার তদন্ত শুরু করেছেন।