রাহুল গান্ধীর ছবি দেওয়া ৬ ফুটের সুবিশাল রাখি নিয়ে লোকসভা ভোটের প্রচার কার্যত শুরু করে দিল প্রদেশ কংগ্রেস। কলকাতার লেডি ডাফরিন হাসপাতালের সামনে কংগ্রেস সেবা দলের তরফে এই রাখিবন্ধন উত্সব পালন করা হয়। রাহুল গান্ধীর ছবি দেওয়া রাখি পথচারীদের পরিয়ে দিয়েছেন কংগ্রেস কর্মীরা।
এর পাশাপাশি রাখি বন্ধন উত্সবে সামিল হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কলকাতা পুলিশের তরফে আয়োজিত রাখি বন্ধন উত্সবে সামিল হয়েছিল ছাত্রছাত্রীরা। গাড়ির চালক, পথচারীদেরও রাখি পড়িয়েছেন পুলিশকর্মীরা। এদিকে সারা দেশের সঙ্গে এরাজ্যেও মহাসমারোহে পালন করা হচ্ছে রাখি বন্ধন উত্সব। সব রাজনৈতিক দলের নেতারা সামিল হয়েছেন রাখিবন্ধন উত্সবে। ধুতি পাঞ্জাবিতে পুরোদস্তুর বাঙালি পোশাকে নিজের ওয়ার্ডে রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বুধবার সকালে কচিকাঁচাদের সঙ্গে চেতলা রাখি সংঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছেন।