!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    HomeNewsdeskরাজভবনের মধ্যে লুকিয়ে রাজনীতির বোরে

    রাজভবনের মধ্যে লুকিয়ে রাজনীতির বোরে

    Published on

    সাম্প্রতিক খবর

    রাজভবনের মধ্যে লুকিয়ে রয়েছে রাজনীতির বোরে। বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

    শুক্রবারই পূর্ব নির্ধারিত কর্মসূচিতে কোচি গিয়েছেন রাজ্যপাল। তার আগে রাজভবনের সমস্ত স্টাফ মেম্বারদের কাছে এক অডিও বার্তায় রাজ্যপাল জানিয়েছেন গোপন সূত্রে তিনি জানতে পেরেছেন বিরুদ্ধ রাজনৈতিক শক্তি অসৎ উদ্দেশ্যে আরো একজনকে রাজ্ ভবনে প্ল্যান্ট করেছে। অর্থাৎ ঢুকিয়ে দেওয়া হয়েছে অথবা বিশেষ উদ্দেশ্যে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি সংশ্লিষ্ট এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হচ্ছে বলেও জানিয়েছেন রাজ্যপাল। একইসঙ্গে তাঁর বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই এই রাজনীতির বোড়েকে ব্যবহার করা হচ্ছে। এর চেয়ে বেশি কিছু নয়, কমও নয়। অন্যদিকে, বৃহস্পতিবার রাতে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা রাজভবনের অস্থায়ী কর্মীকে কলকাতা পুলিশের তরফে দক্ষিণ কলকাতায় ভবানীপুরে একটি গোপন জায়গায় রাখা হয়েছে বলে খবর। নিরাপত্তার কারণেই এমনটা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে রাজপলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করা ওই মহিলার কোনো মেডিকেল টেস্ট করানো হবে কিনা তা এখনো পরিষ্কার নয়। কলকাতা পুলিশ সূত্রে খবর, যেহেতু রাজ্যপাল সাংবিধানিক রক্ষা কবজের মধ্যে রয়েছেন তাই তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা সম্ভব নয়, সেই কারণেই বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছে।

    Your ad here

    আরো খবর