ভ্যাম্পায়ার কটাক্ষের পর এবার আচার্য রাজ্যপালকে কবি কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শনিবার শিক্ষামন্ত্রী বলেছেন রাজভবনে কবি বসে আছেন।
এই কবি কামার বা কুমোরের নয়, এই কবি রাজার। তিনি আরও বলেছেন দুটো দর্শনের লড়াই চলছে, একদল কুক্ষিগত করতে চায়। একদল বলতে চাইছে যিনি চালভাজা তিনিই মুড়ি। রাজ্যপাল আচার্যের পদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী বলেছেন সাদা হাতির মত পদ রাখার যৌক্তিকতা কী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে এর আগেই বিশেষণ যোগে একাধিকবার আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও তার পাল্টা জবাব দিতে দেরি করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস।