Sunday, June 4, 2023
আন্তর্জাতিক সংবাদরাজা চার্লসের ফ্রান্স সফর স্থগিত

রাজা চার্লসের ফ্রান্স সফর স্থগিত

রাজা তৃতীয় চার্লসের পরিকল্পিত ফ্রান্স সফর স্থগিত করা হয়েছে। পেনশন সংস্কার নিয়ে ফ্রান্সে বিক্ষোভের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী রবিবার থেকে সফর শুরু হওয়ার কথা ছিল। ফ্রান্সের প্রেসিডেন্সির বিবৃতিতে বলা হয়েছে, ২৮ মার্চ দেশজুড়ে পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের আরেকটি ঘোষণার প্রেক্ষিতে রাজা তৃতীয় চার্লসের সফর স্থগিত করা হয়েছে। প্রাথমিকভাবে ২৬-২৮ মার্চ ওই সফর নির্ধারিত ছিল।

এর আগে রবিবার সন্ধ্যায় রানি কনসোর্ট ক্যামিলার সঙ্গে রাজা তৃতীয় চার্লসের ফ্রান্সে পৌঁছানোর কথা ছিল। সোমবার প্যারিসে এক দিন কাটিয়ে মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমে বোর্দো ভ্রমণে যেতেন তিনি।গত সেপ্টেম্বরে সিংহাসনে আরোহণের পর ফ্রান্স সফরটি সার্বভৌম হিসেবে রাজা তৃতীয় চার্লসের প্রথম বিদেশ সফর হওয়ার কথা ছিল। ফ্রান্সের পর বুধবার রাজা তৃতীয় চার্লসের জার্মানি যাওয়ার কথা ছিল।ফ্রান্সের প্রেসিডেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং রাজার মধ্যে একটি ফোনালাপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ফ্রান্সজুড়ে ধর্মঘট পালন করেছে শ্রমিক ইউনিয়নগুলো। বোর্ডোতে বিক্ষোভকারীরা সিটি হলের প্রবেশপথে আগুন ধরিয়ে দেয়। তাতে ঐতিহাসিক হেরিটেজ ভবনের কিছুটা ক্ষতি হয়েছে।বেশ কিছু শহরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে, জল কামান ব্যবহার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অতি-বামপন্থীরা এই সহিংসতার পেছনে ছিল। তারা সরকারকে ফেলতে চাইছে। পুলিশকে মারতে চাইছে। নৈরাজ্যবাদীরা এই বিক্ষোভকে নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে বিক্ষোভকারীরা জানুয়ারি মাস থেকে তারা সপ্তাহান্তে বিক্ষোভ দেখাচ্ছেন। ধর্মঘটের ফলে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। বিক্ষোভকারীরা রেলস্টেশন ও বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়।ম্যাখোঁ পার্লামেন্টে বলেছেন, পেনশন সংস্কার জরুরি এবং দেশের স্বার্থে তা করা হচ্ছে।উল্লেখ্য ইউরোপের অনেক দেশেই অবসরের বয়স ৬৫। ওই দেশগুলো আবার অবসরের বয়স আরো বাড়াতে চাইছে। ফ্রান্স এখন অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করার সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সে তার বিরুদ্ধেই প্রতিবাদে রাস্তায় নেমেছে কর্মীরা।

More News

ফ্রান্সের স্কোয়াড ঘোষণা

0
জিব্রালটার ও গ্রীসের বিপক্ষে আগামী মাসে ইউরো ২০২৪ বাছাইপর্বে ম্যাচের জন্য ফ্রান্স দলে ডাক পেয়েছেন...

বিশ্বের সবথেকে ধনীতম ব্যক্তি ইলন মাস্ক

0
বার্নার্ড আর্নল্ডকে ছাপিয়ে ফের বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান দখল করেছেন টুইটার সিইও ইলন মাস্ক।কয়েক দিন...

 নব্য নাৎসি মিছিলে ছাড়,কাঠগড়ায ম্যাক্রোঁ সরকার

0
নব্য নাৎসিদের মিছিলকে অনুমতি দিয়ে নিন্দার মুখে পড়েছে ফরাসি সরকার। গত সপ্তাহে পুলিশি পাহাড়ায় রাজধানী...