সবার প্রিয় উত্সব স্বমহিমায় ফিরে এসেছে, রাজ্যবাসীকে পঞ্চমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, পঞ্চমীর শুভ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
পুজোর উদযাপন পুরোদমে শুরু হয়ে গিয়েছে। এজন্য তিনি খুবই আনন্দিত। রাজ্যবাসীদের উদ্দেশে তিনি বলেছেন উৎসবে সবাই সামিল হলে তা আরও আনন্দমুখর হয়ে উঠবে। মহালয়ার আগের থেকেই কলকাতা সহ জেলায় একের পর এক পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। বালিগঞ্জ ২১ পল্লির মণ্ডপে ছবি এঁকে আবার সুরুচি সংঘের পুজোয় ঢাক বাজিয়ে পুজো উদ্বোধনে এবার অন্যমাত্রা এনে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে পঞ্চমীতেই জনজোয়ারে ভাসছে কলকাতা। সন্তোষ মিত্র স্কোয়ার, শ্রীভমি, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, ত্রিধারা, বেহালা নতুন দল, উত্তর থেকে দক্ষিণ পঞ্চমীর সকাল থেকেই লাইন পড়েছে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে। পুজোর তিনদিনের ভিড় পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস থাকায় অনেকেই আগেভাগে ঠাকুর দেখে নিতে চাইছেন।