রাজ্যে এবার বার্ড ফ্লুতে আক্রান্ত শিশু           

0
115
RAJJE EBAR BIRD FLU TE AKRANTO SHISHU
RAJJE EBAR BIRD FLU TE AKRANTO SHISHU
৫ বছর পর দেশে ফিরল বার্ড ফ্লু-র আতঙ্ক। এরাজ্যে ৪ বছরের এক শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে।
অস্ট্রেলিয়া থেকে কলকাতায় ফেরা ওই শিশুর শরীরে বার্ড ফ্লু-র হদিশ মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টেও এর উল্লেখ রয়েছে। ২২ মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে হু-কে এই সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়। সর্দি, কাশি এবং পেটে ব্যাথা নিয়ে ২৬ জানুয়ারি উত্তরবঙ্গের বাসিন্দা ওই শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে  যাওয়া হয়। ১ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। ২৮ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরে শিশুটি। ফের শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় ৩ মার্চ সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় শিশুটিকে। হাসপাতাল থেকে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে শিশুটির সংক্রমণের নমুনা পাঠানো হয়। তাতেই এইচ নাইন এন টু ভাইরাসের পড়ে। জানা গিয়েছে একটি পোলট্রির সংস্পর্শে থাকার কারণে শিশুটির বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাসিন্দা আরেক শিশুও বার্ড ফ্লু আক্রান্ত হয়ে সিঙ্গাপুর থেকে কলকাতায় এসেছিল। পরে অবশ্য ওই শিশুটি অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছে।