রাজ্যের করোনা সংক্রমণ স্বস্তি দিয়ে একধাক্কায় বেশকিছুটা কমল,তবে বেড়েছে মৃত্যু। তবে কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একশোর উপরই রইল,মারা গিয়েছেন ২ জন ।
যা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা।স্বাস্থ্যদপ্তরের বুধবার বিকেলের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৯৫ জন। মঙ্গলবার যে সংখ্যাটা ছিল চারশোর বেশি। গত কয়েকদিনের মতোই সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। করোনা সংক্রমিত হয়েছে ১৩৩ জন। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ৬৫ জন। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। স্বস্তি দিয়ে এদিনও রাজ্যের তিন জেলায় থাবা বসাতে পারেনি করোনা। এই জেলাগুলি হল, দক্ষিণ দিনাজপুর, কালিম্পঙ এবং পুরুলিয়া।