মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্সেলোনা সফরের মধ্যেই শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়িতে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করেছে পিসি মিত্তল গ্রুপ।
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব এবং অন্য শিল্পপতিদের একটি প্রতিনিধি দল স্পেনের শহর কনস্ট্যান্টির ট্র্যাভিপোসে অন্যতম রেল কোচ তৈরির সংস্থা পিসি গ্রুপের মালিকানাধীন রেল ওয়ানের কারখানা পরিদর্শন করেছেন। রেল ওয়ানের কর্ণধার কমলকুমার মিত্তলও ছিলেন সকলের সঙ্গে।কারখানা পরিদর্শনের পরেই কমল মিত্তল ঘোষণা করেছেন, শিলিগুড়িতে ইথানল তৈরির কারখানা তৈরি করা হবে। সে জন্য বিনিয়োগ করা হবে ১৫০ কোটি টাকা। কারখানাটির উৎপাদন ক্ষমতা হবে দৈনিক দু’লক্ষ লিটার। এছাড়াও নিউ জলপাইগুড়িতে একটি নতুন আধুনিক কংক্রিট স্লিপার তৈরির কারখানার জন্য ১০০ কোটি বিনিয়োগ করা হবে।মাদ্রিদ সফর শেষে রবিবারই বার্সেলোনায় পৌঁছে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় রাজ্যে শিল্পস্থাপনের আর্জি শুনেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়েই সরাসরি কলকাতায় লগ্নির ইচ্ছা প্রকাশ করেছেন সতীশ রাই সিঙ্ঘানি নামে এক প্রবাসী ভারতীয়। এরপরেই রাজ্যে নতুন বিনিয়োগের কথা ঘোষণা করেছেন শিল্পপতি কমল মিত্তল।