গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সিদ্ধিদাতার পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবার মঙ্গল কামনার পাশাপাশি রাজ্যবাসীর সুস্বাস্থ্যও কামনা করেছেন তিনি।
মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যজুড়ে পালিত হয়েছে গণেশ চতুর্থী উৎসব। কলকাতা সহ রাজ্যের সর্বত্র সিদ্ধিদাতার পূজার্চনার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই বৈদিক মন্ত্রোচ্চারণ, পুজোর উপাচার মেনে অঞ্জলি দান হয়েছে। চলেছে বক্সে গানবাজনা। রাজ্যে সর্বত্র পুজোর আযোজন করা হয়েছে। এর মধ্যেই লেকটাউন শ্রীভূমি স্পোটিং ক্লাবে সকলের সাথে গণেশ পুজোর সূচনা উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। আর পুজোর উদ্বোধন করে মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, গণেশ পুজো মূলত মুম্বই বাসীদের প্রধান পুজো হলেও এখন এই রাজ্যেও গণেশ পুজো সাড়ম্বরে পালিত হচ্ছে। তিনি সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।