রাজ্য রাজনীতিতে কুকথা চলছেই। রাজ্যে যে পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হচ্ছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে তল্লাশি চালানোর বিস্ফোরক দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
অন্যদিকে বীরভূমের সভা থেকে বিজেপিকে শিয়ালের দল বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যের একের পর এক বোমা, অস্ত্র উদ্ধার নিয়ে সৌমিত্র বলেছেন মুখ্যমন্ত্রীর গাড়ি যেখানে যাচ্ছে সেখানেই বেশি বোমা, গুলি পাওয়া যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন এরাজ্যের মন্ত্রীদের গাড়িতেও তল্লাশি চালানো উচিত। এরাজ্যে বোমা, অস্ত্র সরবরাহ জীবিকা হয়েছে। এদিকে মহুয়া কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী। একটা গর্জনে বিজেপি নেতারা লেজ গুটিয়ে পালায়।