Monday, March 27, 2023
লাইফস্টাইলরাতারাতি অতিরিক্ত ওজন কমাতে

রাতারাতি অতিরিক্ত ওজন কমাতে

অনেকেই আছেন যাঁরা রাতারাতি দেহের অতিরিক্ত ওজন কমাতে চান। না খেয়েও ওজন কমানোর চেষ্টা করেন।এই পদ্ধতি ভুল। ওজন কমানোর জন্য ধৈর্য ধরতে হবে।বয়স ও উচ্চতা অনুযায়ী দেহের স্বাভাবিক ওজনের মাত্রা থাকে।

বয়স, পেশা ও লিঙ্গ অনুসারে কোন খাবার কতটুকু খাওয়া প্রয়োজন, তা অনেকেরই জানা নেই।দীর্ঘ সময় টিভি ও কম্পিউটারের সামনে বসা, অনিয়মিত খাদ্যাভ্যাস, মোবাইল ফোনসেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ব্যস্ত থাকার কারণে কায়িক পরিশ্রম কম হয়।এ ছাড়া হাঁটার জায়গা অপ্রতুল হওয়ায় পর্যাপ্ত হাঁটার সুযোগ কম। আবার অনেকের মধ্যে এমন প্রবণতা আছে, সারা দিন না খেয়ে দিনে দু-একবার খান, যার ফলে খাবারের পরিমাণ বেশি হয়। সেইজন্যে,জাংক ফুড এবং ফাস্ট ফুড জাতীয় খাদ্যে মাত্রাতিরিক্ত তেল, চর্বি, মসলা ও লবণ থাকায় দ্রুত ওজন বাড়ে। তখন শরীরের বিভিন্ন খাদ্য উপাদানের ঘাটতি দেখা দেয়।ওজন বেশি বাড়লে ইনসুলিন নামের হরমোনের নিঃসরণ কমে যায়,ফলে অল্প বয়সে ডায়াবেটিস দেখা দেয়।এ ছাড়া অতিমাত্রায় দুশ্চিন্তা, ফ্যাটি লিটার,কোলেস্টেরল বৃদ্ধির কারণে হার্ট ও স্ট্রোকের মতো অসুখের ঝুঁকি বাড়ে।আশার খবর হলো,শুধু ওজন কমিয়ে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এসব শারীরিক জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।সেইজন্যে,সারা দিনে এক-দুইবার খাবার অভ্যাস ত্যাগ করুন।কেননা এতে খাবারের পরিমাণ বাড়ে বলে দেহে ক্যালরি বেশি ঢোকে,যা মুটিয়ে যাওয়ার কারণ।প্রোটিন জাতীয় খাদ্য বাদ দিয়ে শুধু সবজি ও ফল খেয়ে ওজন কমানোর চেষ্টা করবেন না। সুষম বা ব্যালান্স ডায়েট না খেলে নানা শারীরিক জটিলতা দেখা দেয়।জাংক ফুড ও ফাস্ট ফুড জাতীয় খাদ্য খাবেন না।এতে মাত্রাতিরিক্ত তেল, চর্বি, মসলা, লবণ থাকায় দ্রুত ওজন বাড়ে এবং খাদ্য উপাদানের ঘাটতি দেখা দেয়। প্রয়োজন ছাড়া বেশি রাত জাগবেন না।কারণ রাত জাগলে খিদে পায়, বেশি খাওয়ার ফলে ওজন বাড়ে।আবার,কার্বোহাইড্রেট জাতীয় খাবার একেবারে বাদ দেবেন না।হঠাৎ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বন্ধ করে দিলে মাথাব্যথা,শ্বাস-প্রশ্বাসে কষ্ট হওয়া, দুর্বলতা,অবসাদ, চামড়ায় র‌্যাশ, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া দেখা দিতে পারে।সকালের ব্রেকফাস্ট বাদ দেবেন না। ব্রেকফাস্ট-র তিন-চার ঘণ্টা পর হালকা কিছু খান।পাশাপাশি,ওজন কমানোর আগে কিছু রুটিন টেস্ট যেমন রক্তে সুগারের মাত্রা, কোলেস্টেরল, ক্রিয়েটিনিন, ইউরিক এসিড ইত্যাদি পরীক্ষা করে নিশ্চিত হয়ে সেই অনুযায়ী চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নিন।

More News

তরুণদের ইউরিক অ্যাসিড 

0
ইদানীংকালে ব্যস্ত জীবন, বদলে যাওয়া খাদ্যের অভ্যাস,সব উপাদান মিলে নানা ধরনের অসুখ হানা দিচ্ছে শরীরে,...

শীতকালে বাড়ে ইউরিক অ্যাসিড

0
প্রয়োজনের অতিরিক্ত প্রোটিনজাতীয় খাবার খেলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে।পায়ের আঙুলে ব্যথা, গোড়ালিতে ব্যথা কিংবা...

ডায়েটে খিদের জ্বালায় নাজেহাল 

0
ওজন ঝরাতে ডায়েট শুরু করেছেন,তবু মেদ কিছুতেই জব্দ হচ্ছে না? ডায়েট করার সময়ে ঠিক নিয়ম...