Thursday, June 13, 2024
Top Newsরানিগঞ্জে ডাকাতি, ধৃত গুলিবিদ্ধ সোনু  

রানিগঞ্জে ডাকাতি, ধৃত গুলিবিদ্ধ সোনু  

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতি এবং গুলিচালনার ঘটনায় অন্যতম অভিযুক্ত সোনু সিংকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সুরজকুমার সিং নামে একজনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।

তাঁকে জিজ্ঞাসাবাদ করে সোনু সিংয়ের সন্ধান মেলে। সেই অনুযায়ী অভিযান চালিয়ে পুলিশ তাঁকেও গ্রেফতার করেছে। সোনু সিংকে গ্রেফতার করার কথা আদালতেও জানিয়েছে পুলিশ। ডিসিপি ধ্রুব দাস জানিয়েছেন, বিহারের সিওয়ান থেকে সোনু সিংকে গ্রেফতার করা হয়েছে। গুলিতে জখম সোনু সিংকে প্রথমে ধানবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁকে নিয়ে বাংলায় চলে আসে পুলিশ। বর্তমানে তিনি বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে সোনাদানা-সহ লুটের মালপত্রও। রবিবার রানিগঞ্জের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু বেরোতে গিয়েই ডাকাতরা পড়েন শ্রীপুর ফাঁড়ির বড়বাবু মেঘনাদ মণ্ডলের সামনে। দু’পক্ষে গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। মেঘনাদ মণ্ডলের ছোড়া গুলি লাগে এক ডাকাতের কোমরে। সেই অবস্থায় তাঁকে একটি বাইকে তুলে চম্পট দেয় ডাকাত দলটি। পুলিশ সূত্রে খবর, যাঁর কোমরে গুলি লেগেছিল, তিনিই সোনু সিং।

More News