ইজরায়েলকে অবিলম্বে রাফায় অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। আট মাস পেরিয়ে গেলেও গাজায় জারি রয়েছে হামাস-ইজয়ায়েল যুদ্ধ।
চলতি বছরে রাফায় ঢুকে অভিযান শুরু করায় জোর দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল আমেরিকাও। এই পরিস্থিতিতে মার্চ মাসে আন্তর্জাতিক আদালতে আবেদন জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই শুনানিতেই আন্তর্জাতিক আদালতের সভাপতি নওয়াফ সালাম নির্দেশ দিয়েছেন, দক্ষিণ গাজার রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে ইজরায়েলকে। ফলে গ্রেফতারি পরোয়ানা জারির আশঙ্কার মাঝেই আরও চাপে পড়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু।