মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। বুধবার রাতে আহতদের হাসপাতালে দেখতে গেলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেয় বিজেপি।
কংগ্রেস ও বিজেপির মধ্যে কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। বিজেপির বিক্ষোভের মুখে মেজাজ হারিয়ে বিজেপির নেতাকে ধাক্কা মারতে দেখা যায় বহরমপুরের কংগ্রেস প্রার্থী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। বুধবার মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলের ওপর বোমা ও ইট মারার ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন প্রায় দশজন। এদের মধ্যে একজন বহরমপুর হাসপাতালে, বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। রামনবমী সন্ধ্যায় খবর এসেছে মুর্শিদাবাদের মিছিলের ওপর বোমা-ইট হামলার। বিজেপির তরফে হামলার জন্য সরাসরি দোষারোপ করা হয়েছে তৃণমূলকে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদের শক্তিপুরে।