জরাজীর্ণ রাস্তার জন্য ছেলেদের বিয়ে হচ্ছে না। দিদির দূত বিধায়ক বিশ্বজিৎ দাসকে কাছে পেয়ে এমনই অভিযোগ গ্রামবাসীদের।
রবিবার বাগদার দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বাগদার কোনিযারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলুনি গ্রামে গিয়েছিলেন বিশ্বজিত্। সেখানে বেহাল রাস্তা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। গ্রামবাসীরা অভিযোগ করতে থাকেন পাত্রীপক্ষ ছেলে দেখতে এলে রাস্তা দেখে সম্বন্ধ বাতিল করে দিচ্ছেন। অভিযোগ শুনে বিশ্বজিৎ দাস গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন ২৮ মার্চ রাজ্যের সব গ্রাম পঞ্চায়েতের ১২ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তাই খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। এর আগে কোনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দলীয় কর্মীদের ক্ষোভে মুখে পড়েন তিনি। বিধায়কের কর্মসূচিতে ডাকা হয়নি বলে ক্ষোভ করঙ্গ বুথের প্রাক্তন বুথ সভাপতি সাধন ঘোষ।