Thursday, May 23, 2024
জাতীয় সংবাদরাহুলকে 'আমূল বেবি' খোঁচা বিজয়নের 

রাহুলকে ‘আমূল বেবি’ খোঁচা বিজয়নের 

রাহুল গান্ধীকে আমূল বেবি বলে তীব্র আক্রমণ শানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। শুক্রবার ভোটের প্রচারে কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়নকে নিশানা করেছিলেন রাহুল গান্ধী।
তিনি বলেন, বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা অহরহ কেন্দ্রীয় এজেন্সির নিশানা হচ্ছেন। কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার, এমনকি জিজ্ঞাসাবাদও করছে না। কোঝিকোড়ে সিপিএমের সমাবেশ থেকে রাহুলের ওই মন্তব্যের জবাব দেন পিনারায় বিজয়ন। সেই সঙ্গে নাম না-করে অতীতে রাহুলের নামের সঙ্গে পাপ্পু’, আমূল বেবি’র মতো শব্দ জুড়ে যাওয়ার প্রসঙ্গও তুলেছেন তিনি। বিজয়ন বলেছেন, রাহুল গান্ধীর পুরনো নাম আছে। এখনও সেই ভাবমূর্তি থেকে তিনি সরে আসতে পারেননি। এমন পরিস্থিতি থাকা উচিত নয়। রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করে বাম নেতাদের দেড় বছর কারাবন্দি করেছিলেন বলেও মন্তব্য করেন বিজয়ন।

More News

রাহুল প্রধানমন্ত্রী হবেন কিনা আলোচনা হয়নি : কেজরিওয়াল 

0
রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হবেন কিনা, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। এমনটাই জানিয়েছেন দিল্লির...

জওয়ানদের শ্রমিকে পরিণত করেছেন মোদী : রাহুল 

0
দেশের জওয়ানদের শ্রমিকে পরিণত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগ্নিবীর প্রকল্প নিয়ে বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস নেতা...

৪ জুন ইন্ডিয়া  জোটের উদ্দেশ্যে আঘাত ঃ মোদী

0
৪ জুন ইন্ডিয়া  জোটের উদ্দেশ্যে সবচেয়ে  বড় আঘাত হবে। মঙ্গলবার এমনভাবেই তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র...