Monday, September 25, 2023
আন্তর্জাতিক সংবাদরাহুলের সভায় খলিস্তানিপন্থীদের বিক্ষোভ 

রাহুলের সভায় খলিস্তানিপন্থীদের বিক্ষোভ 

আমেরিকায় রাহুল গান্ধীর সভায় বিক্ষোভের অভিযোগ উঠেছে খলিস্তানিপন্থীদের বিরুদ্ধে।বুধবার সান্টা ক্লারায় মহব্বত কি দুকান নামে  অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন কংগ্রেস নেতা।
সেই সময়েই আচমকা সভাস্থলে ঢুকে পড়ে স্লোগান দিতে থাকেন খলিস্তানিপন্থীরা। গান্ধী পরিবারের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন তাঁরা। বাধ্য হয়ে নিজের বক্তৃতা থামান রাহুল গান্ধী। স্লোগান শেষ হতে কংগ্রেস নেতা বলেছেন, তাদেরকে স্বাগত। কারণ এটা ঘৃণার বাজারে ভালবাসার দোকান। আসলে এটাই কংগ্রেসের বিশেষত্ব, যে তাঁরা সকলকেই খুব ভালবাসেন। কেউ যদি কিছু বলতে চায়, তাহলে কোনও বাছবিচার না করেই কংগ্রেস তাদের কথা শোনে।গোটা সময়ে কংগ্রেস নেতাকে হাসিমুখেই দেখা গিয়েছে। এদিকে এক টুইট বার্তায় বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, ১৯৮৪ সালে জন্যই আমেরিকাতেও হেনস্তার মুখে পড়তে হয়েছে রাহুল গান্ধীকে।

More News

হায়দরাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা, রাহুলকে চ্যালেঞ্জ ওয়াইসির

0
ওয়েনাড নয়, এবার হায়দরাবাদ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক রাহুল গান্ধী। এভাবেই কংগ্রেস নেতাকে চ্যালেঞ্জ...

রাজস্থানে কংগ্রেসের জয় নিয়ে অনিশ্চিত রাহুল

0
রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিয়ে অনিশ্চিত রাহুল গান্ধী। চলতি বছরের শেষেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন।...

আমেরিকা, রাশিয়া ও চীনের পরমাণু কর্মসূচি জোরদার

0
আমেরিকা, রাশিয়া ও চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজের নিজের পরমাণু পরীক্ষা কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নয়ন কার্যক্রম বাড়িয়েছে।...