রাহুল গান্ধীর সাধারণ পাসপোর্টের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে দিল্লি আদালত। ফলে কংগ্রেস নেতার আমেরিকা সফরে আর কোনও বাধা থাকল না। সাংসদ পদ হারানোর পর কূটনৈতিক পাসপোর্ট জমা করেছিলেন রাহুল গান্ধী।
এরপরেই সাধারণ পাসপোর্ট-এর জন্য নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।সেই আবেদনের প্রেক্ষিতেই রাহুলের আইনজীবীকে বিচারক বলেছেন, তিন বছরের জন্য সাধারণ পাসপোর্ট পেতে পারেন রাহুল গান্ধী। ১০ বছরের জন্য নয়।যদিও কংগ্রেস নেতার এনওসি চেয়ে আবেদনের বিরোধিতা করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি জানিয়েছিলেন, এটা বিশেষ মামলা। ১০ বছরের জন্য রাহুলকে পাসপোর্ট দেওয়া উচিত নয়। যদিও আদালত সেই আবেদন মানেনি। ন্যাশনাল হেরাল্ডের টাকা নয়ছয়ের অভিযোগে মামলা করেছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাতে অন্যতম অভিযুক্ত রাহুল গান্ধী। সে কারণেই নতুন করে সাধারণ পাসপোর্ট পেতে হলে আদালতের এনওসি প্রয়োজন ছিল রাহুল গান্ধীর।