রিজেন্ট পার্কের ফ্ল্যাটে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। তমোঘ্ন সেন নামে ওই যুবকের পরিবার থাকেন শিলিগুড়িতে। তমোঘ্ন পাড়ায় বেরোতেন মহিলাদের পোশাক পরে।
গয়নাও পরতেন। কলকাতার ফ্ল্যাটে একাই থাকতেন তমোঘ্ন। বৃহস্পতিবার সকালে পরিচারিকা যখন বাড়িতে কাজে যান তখন রক্তাক্ত অবস্থায় মেছেতে পড়েছিল তাঁর দেহ। ঘর থেকে মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে এলাকায় কারও সঙ্গে মেলামেশা করতেন না তমোঘ্ন। নিয়মিত মদ্যপান করতেন। তবে নাচগান করতে ভালবাসতেন তমোঘ্ন। ঠিক কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।