দলের টানা বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন জেসি মার্শ। কোচের পদ থেকে তাকে বরখাস্ত করল লিডস ইউনাইটেড। ৪৯ বছর বয়সী মার্শের সঙ্গে চুক্তি বাতিলের কথা বিবৃতি দিয়ে জানিয়েছে প্রিমিয়ার লিগের দলটি।লিগে শেষ সাত ম্যাচে জয়ের দেখা পায়নি লিডস। নটিংহ্যাম ফরেস্টের মাঠে তারা হারে ১-০ গোলে।উল্লেখ্য,পয়েন্ট টেবিলে লিডস আছে ১৭ নম্বরে।
স্রেফ গোল পার্থক্যে রেলিগশন অঞ্চলের ওপরে আছে তারা। লিগে শেষ তারা জয়ের দেখা পেয়েছে ৫ নভেম্বর।গত বছরের ফেব্রুয়ারির শেষ দিকে লিডসের কোচ হিসেবে মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হন মার্শ। দলটি গত সিজনে লিগ শেষ করেছিল ১৭ নম্বরে থেকে। চলতি প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ২০ ম্যাচে তারা জিতেছে কেবল ৪টি, ড্র করেছে ৬টি, হেরেছে ১০টি।লিগে নিজেদের পরবর্তী ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিডস। রোববার ঘরের মাঠে আবার ম্যানচেস্টারের দলটির বিপক্ষে খেলবে তারা।