২০২৪- এও লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য জয়ী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অসমের গুয়াহাটিতে একটি জনসভায় অমিত শাহ বলেছেন, কংগ্রেসের সবসময় একটা নেতিবাচক ভাব থাকে। ২৮ মে প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন।
এই নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়েও এখন তারা রাজনীতি করছে এই বাহানা দিয়ে যে রাষ্ট্রপতির উচিত এই নতুন সংসদ ভবন উদ্বোধন করা।এমন বহু রাজ্যেই উদাহরণ রয়েছে যেখানে কংগ্রেস বা অন্য দল বিধানসভার ভিত্তি প্রস্থর রাজ্য়পালদের বদলে মুখ্যমন্ত্রী বা দলীয় নেতা, যেমন সনিয়া গান্ধী বা রাহুল গান্ধীকে দিয়ে স্থাপন করানো হয়েছে।কংগ্রেস সংসদে প্রধানমন্ত্রীকে কথা বলতে দেয় না। ভারতীয় নাগরিকরাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কথা বলার অধিকার দিয়েছে। সেখানে প্রধানমন্ত্রীকে সম্মান না করার অর্থ হল সাধারণ মানুষের রায়কেই অপমান করা। আগামী বছরও নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রী হবেন ৩০০-রও বেশি আসনে জয়ী হয়ে। কংগ্রেস আগেই বিরোধী দলের তকমা হারিয়েছে।এবার লোকসভায় যত আসন সংখ্য়া রয়েছে কংগ্রেসের, তাও পাবে না।