কলকাতা পুরসভায় হাতাহাতি এবার তৃণমূলকে কার্যত হুমকি দিয়েছেন অনুপম হাজরা। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে পুরসভায় বিজেপি কাউন্সিলরদের যদি মারধর করা হতে পারে তবে লোকসভায় তো বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
অধিবেশন চলাকালীন তৃণমূলীদের প্রতি একই প্রথা প্রয়োগ হলে কেমন হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। প্রসঙ্গত শনিবার বিজেপি এবং তৃণমূল কাউন্সিলরদের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা পুরসভা। ঘটনায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে শোকজ করা হয়।