Thursday, November 30, 2023
কলকাতার সংবাদশনিবার এগরা-শালবনিতে মমতা, খোঁচা দিলীপের

শনিবার এগরা-শালবনিতে মমতা, খোঁচা দিলীপের

শনিবার এগরা, শালবনি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবার সন্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার পরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শালবনি। ১৬ মে এগরায় ভানু বাগের বাজি কারখানায় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল।

এই ঘটনার ১০ দিনের মাথায় এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহল সফর নিযে খোঁচা দিয়েছেন বিজেপির দিলীপ ঘোষ। তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল একা সামলাতে পারছেন না বলেই নবজোয়ারে যোগ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় লোক হচ্ছে না বলে পুলিশ, এনভিএফ, সিভিক পুলিশ দিয়ে ভিড় বাড়াতে হচ্ছে। দলীয় কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। চোর স্লোগানের ভয়ে পুলিশ দিয়ে ছেয়ে ফেলা হচ্ছে। বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হলেও তাঁর স্ত্রীকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে সিআইডি। ভানুর ছেলে এবং ভাইপোকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনার পর এগরা থেকে পালিয়ে কটকে রুদ্র হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছিলেন আগুন দগ্ধ ভানু বাগ। সেখানেই তাঁর মৃত্যু হয়। এরইমধ্যে শনিবার বাজিদগ্ধ এগরার খাদিকুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপশি বাজি বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি আহতদের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। ওই দিনই বিকেলে শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তৃণমূল নেত্রীর।

More News

ধর্নায় মুখ্যমন্ত্রী, শুভেন্দুর চোর স্লোগান  

0
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন আম্বেদকরে মূর্তির পাদদেশে সমস্ত বিধায়কদের নিয়ে বসে। অন্যদিকে ধর্মতলায় সমাবেশ...

শাহ-র ভয়ে ঘরে ঢুকেছেন মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো – সুকান্ত

0
অমিত শাহ-র ভয়ে ঘরে ঢুকেছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপো। ধর্মতলায় বিজেপির মেগা সমাবেশ থেকে এভাবেই...

ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক – মুখ্যমন্ত্রী

0
ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। কারও আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারে গিয়ে যোগ দিন। বিধানসভায় আবারও ডিএ-র...