শনিবার এগরা, শালবনি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবার সন্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার পরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শালবনি। ১৬ মে এগরায় ভানু বাগের বাজি কারখানায় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল।
এই ঘটনার ১০ দিনের মাথায় এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহল সফর নিযে খোঁচা দিয়েছেন বিজেপির দিলীপ ঘোষ। তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল একা সামলাতে পারছেন না বলেই নবজোয়ারে যোগ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় লোক হচ্ছে না বলে পুলিশ, এনভিএফ, সিভিক পুলিশ দিয়ে ভিড় বাড়াতে হচ্ছে। দলীয় কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। চোর স্লোগানের ভয়ে পুলিশ দিয়ে ছেয়ে ফেলা হচ্ছে। বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হলেও তাঁর স্ত্রীকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে সিআইডি। ভানুর ছেলে এবং ভাইপোকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনার পর এগরা থেকে পালিয়ে কটকে রুদ্র হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছিলেন আগুন দগ্ধ ভানু বাগ। সেখানেই তাঁর মৃত্যু হয়। এরইমধ্যে শনিবার বাজিদগ্ধ এগরার খাদিকুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপশি বাজি বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি আহতদের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। ওই দিনই বিকেলে শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তৃণমূল নেত্রীর।