৫ বছরে কোন পথে কলকাতার উন্নয়ন হবে। শনিবার সেই প্রতিশ্রুতিই থাকছে তৃণমূলের ইস্তেরারে। দুপুরে মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের ইস্তেহার প্রকাশ হবে।
নারী সুরক্ষা, বেহাল রাস্তা, পরিশ্রুত পানীয় জল থেকে বিভিন্ন সরকারি প্রকল্পগুলোকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উল্লেখ থাকবে ইস্তেহারে। ১৯ ডিসেম্বর ভোট কলকাতা পুরসভায়। ১৪৪ ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে। ৬ বিধায়ককেও প্রার্থী করেছে তৃণমূল। টিকিট পেয়েছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমও। এবারের পুরভোটে ৬৪ জন মহিলা প্রার্থী করেছে তৃণমূল। এরআগে মহারাষ্ট্র ভবনে দলের প্রার্থীদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি দলীয় কর্মীদের বলেছেন গায়ে জোর দেখানো বা গণ্ডগোলের অভিযোগ উঠলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শুক্রবার পুরভোটের ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে শহরের উন্নয়নের বার্তা দিয়েছে কংগ্রেস। রয়েছে বস্তি উন্নয়ন, পরিবেশ ও পরিকাঠামোগত উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া সরকারি স্কুলগুলোকে স্মার্ট স্কুলে রূপান্তরিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসংস্থানে।