শপথের জন্য রাজভবন যখন বিধায়কের জন্য অধীর আগ্রহে অপেক্ষায়, তখন যাঁকে শপথবাক্য পাঠ করানো হবে সেই বিধায়ক তথা শিক্ষক নির্মলচন্দ্র রায় ব্যস্ত ধূপগুড়ি গার্লস কলেজে ক্লাস নিতে। শনিবার দিনভর ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ নিয়ে ফের একবার রাজ্য-রাজভবনের টানাপোড়েন চলেছে। জয়ে ১৫ দিন পরেও বিধায়ক পদে শপথ নিতে পারেননি জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়।
শনিবার বিকেলে রাজভবনে নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে শোনা যায়। যদিও রাজভবনের তরফে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীও একই দাবি করেছেন। অথচ রাজভবনের অফিসিয়াল এনগেজমেন্ট লিস্টে উল্লেখ রয়েছে শনিবার বিকেলে ধূপগুড়ির জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করানো হবে। কিন্তু বিধায়ক আসবেন কিনা তা নিয়ে দোলাচলে ছিল রাজভবন। অন্যদিকে, পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে পদ্ধতিতে রাজ্যপাল জয়ী প্রার্থীকে ডেকে রাজভবনে শপথবাক্য পাঠ করাতে চাইছেন তা নজিরবিহীন।