শপথের দিনকে স্মরণ করে এজেন্সি রাজের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-র ২০ মে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাৎপর্যপূর্ণ ভাবে এই দিনেই সিবিআই তলবে নিজামে হাজিরা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে সেই কথা উল্লেখ করে এজেন্সি রাজের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি। লিখেছেন ২০১১-র এই দিনে ৩৪ বছরের অত্যাচারী শাসনের অবসান ঘটিয়ে শপথ নিয়েছিলেন। কেন্দ্রের হুকুমদারির সরকারের এজেন্সি রাজ কাজ কঠিন করে দিচ্ছে। দেশের অগণিত মানুষ মা-মাটি-মানুষের সঙ্গে রয়েছে। লং লিভ ২০ মে লিখে টুইট শেষ করেছেন তিনি। তাঁর এই টুইটে একদিকে সিপিএমের জমানার পতনকে স্মরণ করেছেন। অন্যদিকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের এজেন্সি ব্যবহারকে আক্রমণ করেছেন।