কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের মধ্যে গুলি চালানোর ঘটনায় ফের রণক্ষেত্র মণিপুর। রাজ্যের শান্তি ফেরাতে দফায় দফায় বৈঠক করছেন অমিত শাহ।
বুধবার তিনি গিয়েছিলেন কাংপোকপি এবং মোরে এলাকায়। সেখানে কুকি উপজাতি সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন নিরাপত্তারক্ষী এবং সেনাবাহিনীর সঙ্গেও। এরমধ্যেই বিষ্ণুপুর এবং চুড়াচাঁদপুর সীমান্তে গুলি চলেছে বলে খবর।এই ঘটনায় কয়েক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। অন্যদিকে, মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ১০ দিনের মধ্যে সেখানে সমস্যা সমাধানের কথাও বলেছেন তিনি। এছাড়াও মণিপুরের মন্ত্রিসভার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।