খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে সিএএ কার্যকর হবে। কেউ আটকাতে পারবে না।
এমনই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মাথাভাঙ্গায় বিজেপির কর্মী সম্মেলনে নিশীথ প্রামাণিক বলেছেন, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশ যারা বিতাড়িত হয়ে ভারতে এসেছেন, তাঁরা এখনও নাগরিকত্ব পাননি। এই ন্যায্য অধিকার তাদের দেওয়ার জন্য দ্রুত গোটা দেশে সিএএ কার্যকর করা হবে।কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন নয়। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বলেছেন, রাজনীতি করতে গেলে বিভিন্ন মিথ্যে মামলায় পড়তে হয়। এটা রাজনীতির একটা খারাপ দিক। রাজনীতির এই খারাপ দিকটা না থাকলে, যারা ভালো শিক্ষার্থী রয়েছেন, তারা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার না হয়ে সবাই রাজনীতিবিদ হতেই পছন্দ করতেন।