তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে আবারও উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। গুলিবিদ্ধ অবস্থায় শীতলকুচি ব্লকের লালবাজারের তৃণমূল পঞ্চায়েত প্রধান অনিমেশ রায়কে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর লালবাজার চৌপতিতে সাংগঠনিক মিটিং সেরে রাতে বাড়ি ফিরছিলেন। অভিযোগ সেই সময় দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে হামলা চালায়। অনিমেশ রায়ের হাঁটুর ওপরে গুলি লাগে। গুলির শব্দে স্থানীয়রা চলে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় অনিমেশ রায়কে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত তা এখনও স্পষ্ট নয়।