Wednesday, May 31, 2023
কোচবিহারশীতলকুচিতে দুষ্কৃতীকে ধরতে গিয়ে রক্তাক্ত পুলিশ

শীতলকুচিতে দুষ্কৃতীকে ধরতে গিয়ে রক্তাক্ত পুলিশ

দুষ্কৃতীকে ধরতে গিয়ে এবার শীতলকুচিতে আক্রান্ত পুলিশ। অভিযানে গিয়ে রক্তাক্ত হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও। জানা গিয়েছে শীতলকুচির নগর নেপরা গ্রামে কুখ্যাত দুষ্কৃতী আজিজুল মিঞাকে ধরতে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ।

আজিজুলের বাড়ি ঘিরে ফেলে তাঁকে সারেন্ডার করতে বললে পাল্টা পুলিশের ওপর গুলি চালাতে থাকে আজিজুল ও তার দলবল। পাল্টা গুলিও চালায় পুলিশকর্মীরা। আজিজুলের গুলিতে রক্তাক্ত হন কয়েকজন পুলিশ কর্মী। ২ পক্ষের গুলি বিনিময়ের মধ্যেই অন্ধকারে গা ঢাকা দেয় আজিজুল। এদিকে আজিজুলকে ধরতে না পেরে তাঁর স্ত্রী আলমা বিবি তাঁর মেয়ে আলপনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। আজিজুলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

More News

দাসপুরে সেতু ভেঙে ঝুলছে গাড়ি, দুর্গাপুরে সাব স্টেশনে হামলা দুষ্কৃতীদের  

0
দাসপুরে কাঠের সেতু ভেঙে ঝুলছে গাড়ি। বরাতজোরে রক্ষা চালক, খালাসির। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মহিষঘাটার ঘটনায় চাঞ্চল্য...

যন্তরমন্তরে কুস্তিগিরদের ধর্না নয়, নির্দেশ পুলিশের

0
জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে আর ধর্না দিতে...

বাড়ি থেকে উদ্ধার ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ

0
নদিয়ার নাকাশিপাড়ায়  ভাড়াবাড়ি থেকে সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।  গৌরগোপাল গাঙ্গুলি নামে ওই...