দুষ্কৃতীকে ধরতে গিয়ে এবার শীতলকুচিতে আক্রান্ত পুলিশ। অভিযানে গিয়ে রক্তাক্ত হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও। জানা গিয়েছে শীতলকুচির নগর নেপরা গ্রামে কুখ্যাত দুষ্কৃতী আজিজুল মিঞাকে ধরতে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ।
আজিজুলের বাড়ি ঘিরে ফেলে তাঁকে সারেন্ডার করতে বললে পাল্টা পুলিশের ওপর গুলি চালাতে থাকে আজিজুল ও তার দলবল। পাল্টা গুলিও চালায় পুলিশকর্মীরা। আজিজুলের গুলিতে রক্তাক্ত হন কয়েকজন পুলিশ কর্মী। ২ পক্ষের গুলি বিনিময়ের মধ্যেই অন্ধকারে গা ঢাকা দেয় আজিজুল। এদিকে আজিজুলকে ধরতে না পেরে তাঁর স্ত্রী আলমা বিবি তাঁর মেয়ে আলপনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। আজিজুলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।