বিক্ষিপ্ত অশান্তির আবহেই মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে সকাল থেকে শুরু তৃতীয় দফার ভোটগ্রহণ। মুর্শিদাবাদের মেকাইল হোসেন ধরমপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ তৃণমূলের দিকে।
এদিকে অজগরপাড়ার বুথে তৃণমূলের ব্লক সভাপতির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন জঙ্গিপুর লোকসভার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ।ওই বুথে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন রঘুনাথগঞ্জ ১ তৃণমূলের ব্লক সভাপতি। কেন্দ্রীয় বাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুর্শিদাবাদের জলঙ্গিতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।মুর্শিদাবাদের ডোমকল দক্ষিণনগরের বুথে ভোটারদের বাধার অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। খবর শুনেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় ঘটনাস্থলে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর। এদিকে রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই বাম এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। অন্যদিকে মালদার ইংরেজবাজারের ঝলঝলিয়া শিশু নিকেতন বিদ্যালয়ের ৯১ নম্বর বুথে ভয় দেখিয়ে বিজেপির এজেন্ট সন্ধ্যা রাইকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।