আইপিলের ফাইনালে রুদ্ধশ্বাস জয় চেন্নাই সুপার কিংসের। শেষ ২ বলে জিততে দরকার ছিল ১০ রান। দেখে মনে হচ্ছিল চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা গুজরাত টাইটান্সের। মাঠে দাঁড়িয়ে হেসেও ফেলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু শেষ ২ বলে বদলে গেল খেলার ছবি।
শেষ বলে চার মেরে দলকে জিতিয়ে দিলেন রবীন্দ্র জাডেজা।আর পঞ্চম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হলেন মহেন্দ্র সিং ধোনি।ইনিংসের বিরতিতে দেখে মনে হয়েছিল, গুজরাত টাইটান্সের পর পর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ফাইনালে ২১৫ রানের চাপ যথেষ্ট বেশি। কিন্তু মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দেখাল, লক্ষ্য কঠিন হলেও অসম্ভব নয়।টসে হারলেও হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন, তাঁর মন বলছিল প্রথমে ব্যাট করা উচিত। এরপরেই ঘরের মাঠে দাপটে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান করে গুজরাত। বৃষ্টির দাপটে প্রায় ২ ঘণ্টা খেলা বন্ধ থাকলেও ছন্দ নষ্ট হয়নি চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। ২০ ওভারের খেলা কমে দাঁড়ায় ১৫ ওভারে। লক্ষ্য কমে হয় ১৭১। সেই লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় চেন্নাই।তবে ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ ধোনি। প্রথম বলেই আউট হয়ে যান তিনি।