বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়ে শোকপ্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। শোকপ্রকাশ করেছে, রাশিয়া, কানাডা, ব্রিটেন, জাপান, তাইওয়ান, পাকিস্তান এমনকি তালিবানরাও।
ভ্লাদিমির পুতিন তাঁর শোকবার্তায় বলেছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের শোক ভাগ করে নিছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন,জার্মানি এই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে।জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার শোক বার্তায় বলেছেন,জাপান সরকার এবং জনগণের পক্ষ থেকে , নিহতদের এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানাছেন।দ্রুত আরোগ্য কামনা করছেন।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনার ছবি এবং রিপোর্ট মর্মান্তিক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন আমি তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। এই কঠিন সময়ে কানাডাবাসী ভারতের জনগণের পাশে আছে।নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডের ভারত সফর চলাকালীনই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি টুইট করে বলেছেন ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ডজনখানেক মানুষের প্রাণহানির ঘটনায় শোকাহত। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং–ওয়েন বলেছেন ভারতে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছেন।ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী এবং ওড়িশার দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থন করছেন। শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও।বলেছেন ভারতে একটি ট্রেন দুর্ঘটনায় কয়েকশো মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। এই ট্র্যাজেডিতে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাছেন। আফগানিস্তানের তালিবান সরকারও এক টুইট বার্তায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে।