Tuesday, September 27, 2022
Top Newsশ্রীভূমি দিয়ে শুরু, শহরের ৩ পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

শ্রীভূমি দিয়ে শুরু, শহরের ৩ পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

শ্রীভূমির উদ্বোধন করে পুজোর শুরুর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার ২ দিন আগে বৃহস্পতিবার ভিআইপি রোডের পাশে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ফিতে কেটে এবছরের পুজোর উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গতবছর বুর্জ খালিফার আদলে মণ্ডপ বানিয়ে সারা ফেলে দিয়েছিল শ্রীভূমি। এবারে শ্রীভূমির চমক ভ্যাটিকান সিটি। গায়ক শানকে সঙ্গে নিয়ে শ্রীভূমির পুজোর ফিতে কাটেন তিনি। এরপর প্রদীপ জ্বালিয়ে চণ্ডীপাঠও করেছেন। শ্রীভূমি স্পোটিং ক্লাবের পর সল্টলেকের অন্যতম বড় পুজো এফডি ব্লকে পৌঁছে যান তিনি। সেখানে সুন্দর দেবীমূর্তির প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। এরপর উত্তর কলকাতার অন্যতম বড় পুজো টালা প্রত্যয়েও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে পুজোর আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

More News

ডেঙ্গি নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

0
পুজো উদ্বোধনে গিয়ে ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়িশা ক্লাব, অজেয় সংহতির...

২৬ দিনের কাজের প্রতিশ্রুতি, বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

0
মাসে ২৬ দিনের কাজের ঘোষণার পরেই উঠতে চলেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের আন্দোলন।...

আশা-নিরাশায় দুলছেন নাকতলা উদয়নের কর্তারা

0
বৃহস্পতিবার থেকেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার সেলিমপুর পল্লি, চেতলা অগ্রণী-সহ চারটি...