মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানি বলে আক্রমণ করেছেন অমিত শাহ।
সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার প্রসঙ্গ টেনে মশাটের সভায় অমিত শাহ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে সত্যজিৎ রায় বেঁচে থাকলে তিনি হীরক রাজার দেশের বদলে হীরক রানির দেশে সিনেমা বানাতেন। যে বাংলা দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভমিকা নিয়েছে, যে বাংলা শিল্প সংস্কৃতিতে দেশের মধ্যে এগিয়ে ছিল সেই বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা, অনুপ্রবেশ, সিন্ডিকেট, তোষণ, দুর্নীতির বাংলাতে পরিণত করেছেন। আদিবাসী, গরিবের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।