সন্ত্রাসের অন্ধকার সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ফের হাসছে জম্মু-কাশ্মীর। আর তা প্রমাণ করছে জি-২০ বৈঠক। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি।গত সপ্তাহেই জম্মু-কাশ্মীরে শেষ হয়েছে জি-২০ বৈঠক।
আন্তর্জাতিক এই বৈঠকের জন্য নতুনভাবে সেজে উঠেছিল গোটা উপত্যকা। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এর আগে যখনই বিভিন্ন দেশে জি-২০ এর বৈঠক হয়েছে, তা সর্বদাই দেশের জাতীয় রাজধানীতে হয়েছে।কিন্তু, প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে দেখেছেন। তিনিই প্রথম ভেবেছেন এটা শুধু দিল্লিতেই নয়, অন্য রাজ্যেও আয়োজন করা উচিত। জি কিষাণ রেড্ডির মতে, বর্তমানে কাশ্মীরের কমেছে সন্ত্রাসীদের উপদ্রব।তিনিও কাশ্মীরে রাজনীতি করেছেন। সেই সময় কাশ্মীরে পর্যটন শিল্প কার্যত শেষ হয়ে গিয়েছিল। সন্ত্রাসবাদ, স্ট্রাইক, গুলি, এনকাউন্টার এসবই দেখেছেন।