সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল, কবিতায় রুদ্র

0
137
kobitay rudronil
kobitay rudronil
সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল। নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের রায়ের পর কবিতা পাঠে আক্রমণ করেছেন বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ।
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে কবিতার মাধ্যমে তৃণমূলকে ছত্রে ছত্রে বিঁধেছেন রুদ্রনীল। ২৫ হাজার চাকরি বাতিল হয়ে গেল তৃণমূল নেতাদের লোভে। টাকা টাকা করে এবার মানুষের বিক্ষোভে পড়তে হবেও বলেও কবিতায় বলছেন রুদ্রনীল। অযোগ্যদের সঙ্গে বাতিল হল যোগ্যদের চাকরি। আম আমড়া মিছিয়ে দিয়েছেন বলেও খোঁচা রুদ্রনীল ঘোষের ।