সল্টলেকে ঘর থেকে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসেনজিৎ মুখোপাধ্যায় নামে ওই চিকিৎসক বিবি ব্লকের ২১০ নম্বর বাড়িতে ভাড়ায় ছিলেন।
বাড়ির কেয়ারটেকার জানিয়েছেন চিকিৎসককে দশমীর পর আর দেখা যায়নি। ২ দিন ধরে পচা গন্ধ পেয়ে বাড়ির মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তিনি। এরপরে খবর দেওয়া হয় পুলিশ, পরিবারের লোকজনকে। এরপরেই ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয় । বিধাননগর উত্তর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।