Sunday, March 26, 2023
উত্তর চব্বিশ পরগনাসল্টলেকে চিকিৎসকের পচাগলা দেহ

সল্টলেকে চিকিৎসকের পচাগলা দেহ

সল্টলেকে ঘর থেকে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসেনজিৎ মুখোপাধ্যায় নামে ওই চিকিৎসক বিবি ব্লকের ২১০ নম্বর বাড়িতে ভাড়ায় ছিলেন।
বাড়ির কেয়ারটেকার জানিয়েছেন চিকিৎসককে দশমীর পর আর দেখা যায়নি। ২ দিন ধরে পচা গন্ধ পেয়ে বাড়ির মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তিনি। এরপরে খবর দেওয়া হয় পুলিশ, পরিবারের লোকজনকে। এরপরেই ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয় । বিধাননগর উত্তর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

More News

ভাঁড়ের প্যান্ডেল খ্যাত থিমশিল্পী বন্দন রাহার রহস্যমৃত্যু 

0
ভাঁড়ের প্যান্ডেল খ্যাত থিমশিল্পী বন্দন রাহার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। বাগুইআটিতে দাদার বাড়ি থেকে...

নীল ড্রামে, কচুরিপানায় উদ্ধার ট্যাংরার যুবকের দেহ 

0
টানা তল্লাশির পর বামনঘাটা এলাকার একটি কাঠের ব্রিজ- র নিচে খাল থেকে নীল ড্রামের ভেতরে,...

উদ্ধার ৩ মহিলার দেহ, সিরিয়াল কিলিং-এর ছায়া  

0
বেঙ্গালুরুতে রেলস্টেশনে ড্রামের ভিতর থেকে পর পর তিন মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।  চারমাসের মধ্যে একই...