বিশ্বকর্মা পুজোর দিন খেলাধুলোর পর হাওড়ায় স্নান করতে নেমে তিনবন্ধুর তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার সাঁকরাইলের রাজগঞ্জে ।
এদের মধ্যে পড়ে এক জনকে উদ্ধার করা গেলেও বাকি দু’জনের খোঁজ পাওয়া যায়নি। সোমবার দুপুর ১২টা নাগাদ তিন কিশোর গঙ্গায় স্নান করতে নামে। তারা তিন জনেই জলে তলিয়ে যায়। তিন জনকে ডুবে যেতে দেখে এক মাঝি উদ্ধারকাজে এগিয়ে যান। এক জনকে তিনি উদ্ধার করেন। কিন্তু ওই কিশোরের বাকি দুই সঙ্গী স্রোতের টানে ভেসে যায়। যে দু’জন গঙ্গায় তলিয়ে গিয়েছে, তাদের নাম বিনীত সিংহ এবং প্রিয়াংশু সিংহ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। খবর দেওয়া হয় কলকাতার দুর্যোগ মোকাবিলা দলকে। তার পর ডুবুরি নামিয়ে তল্লাশির পরও দুজনকে উদ্ধার করা যায়নি।