Wednesday, May 31, 2023
বিনোদনসানি লিওনির দুঃখ

সানি লিওনির দুঃখ

অভিনেত্রী সানি লিওনি,শুধু পেশার কারণে নয়, বরং পেশাগত জীবনে নিজের সিদ্ধান্তের জন্য চর্চায় থাকেন। প্রাপ্তবয়স্ক ছবিতে কাজ করা দিয়ে কর্মজীবন শুরু সানির। তার পর বিগ বস রিয়্যালিটি শোয়ের সৌজন্যে দর্শকের কাছে পরিচিতি বাড়ে তাঁর।

বিগ বস-এর মাধ্যমে পরিচিত হওয়ার পর বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ। সানি লিওনির এই পথচলা অনেকটা রূপকথার মতো শোনালেও বাস্তবটা একেবারেই তার উল্টো। প্রাপ্তবয়স্ক ছবির জগৎ থেকে বলিউডের মতো দুনিয়ায় সানির উত্তরণ ভাল চোখে দেখেননি অনেকেই।তার ফল ভুগতে হয়েছিল সানি লিওনিকে। বলিউডে নিজের কর্মজীবন শুরু করার আগেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন সানি।চলতি বছরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিষেক হয়েছে সানি লিওনির।অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি কেনেডি’তে অভিনয় করেছেন সানি। মুক্তির আগেই কেনেডি স্বীকৃতি পেয়েছে কান চলচ্চিত্র উৎসবে।ওই ছবির সৌজন্যেই কানে সানির আত্মপ্রকাশ,বলিউড অভিনেত্রী হিসাবে যা যথেষ্ট সম্মানের। অথচ বলিউডে পা রাখার আগেই একের পর এক প্রাণনাশের হুমকি পেতে হয়েছিল সানিকে। এক সাক্ষাৎকারে সানি বলেছেন, তাঁকে যখন বিগ বস-এর জন্য ডাকা হয়েছিল, তখন থেকেই সমস্যার সূত্রপাত। অভিনেত্রী সানি লিওনিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত,বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হত। এমনকি, সংশ্লিষ্ট চ্যানেলের এক কর্তাকেও চাকরি ছাড়তে হয়েছিল অভিনেত্রী সানি লিওনি বিগ বস্‌-এ অংশ নিতে ডাকার কারণে।সানি আরও বলেছেন, প্রথম ছবি মুক্তি পাওয়ার পরেও তাঁকে নিয়ে কোনও ভাল কথা লেখা হয়নি।এত ঘৃণা, এত নেতিবাচক কথাবার্তা। অনেক খারাপ কথা শুনতে হয়েছে তাঁকে। স্মৃতি হাতড়াতে গিয়ে তখন সানি লিওনির গলায় আক্ষেপের সুর।

More News

ঘাবড়ে গিয়েছিলেন সানি

0
পরিচালক অনুরাগ কাশ্যপের পরীক্ষায় রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন সানি লিওন। বলিউড নায়িকার উপলব্ধি, জীবনের সবচেয়ে বড়...

একসঙ্গে সানি-উরফি’র উত্তাপ 

0
সানি লিওনি ও উরফি জাভেদকে একই মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে।আবেদন ছড়ানোয় তারা এমনিতেই সবার সেরা,এবার...

শেহনাজ গিল প্রস্তাব পেলেন

0
বলিউডের আলোচিত অভিনেত্রী শেহনাজ গিল। রিয়েলিটি শো-এর দৌলতে পরিচিতি পান তিনি। এরপর হয়ে ওঠেন আলোচিত।...