মালদার রতুয়ার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের দুর্যোধন এবং দুঃশাসন মন্তব্যে মঙ্গলবারও উত্তপ্ত বিধানসভা। সাবিত্রী মিত্রর মন্তব্যের বিরুদ্ধে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাবকে ঘিরে উত্তেজনা তৈরি হয়।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনার প্রস্তাব খারিজ করে দেওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা তৃণমূল বিধায়করাও স্লোগান দিতে থাকেন। এরপরেই বিধানসভা থেকে ওয়াকআউট করে বাইরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা রাজ্যের কোনও বিষয় নয়। তাই আলোচনা হবে না। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করা হচ্ছে অথচ অধ্যক্ষ বিষয়টির গুরুত্ব দিচ্ছেন না। এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে। বিজেপি বিধায়করা তারই প্রতিবাদ করেছেন।